গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের কামারিকা এলাকায় আলেকজান বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে জনকল্যান যুব সংঘ উত্তর কাঞ্চনপুড় এর উদ্যোগে ২৬ (আড়াই বান) টি প্রদান করেছে ঐ সংঘের সভাপতি রফিকুল ইসলাম রতন। ঐ বৃদ্ধা হলেন উপজেলার পাকুরাইল এলাকার মৃত বাবর আলীর স্ত্রী।
৩০ বছর আগে স্বামী দ্বিতীয় বিয়ে করায় নিজের মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন আলেকজান বেগম। তার পর মা ও মেয়ের কোন খোঁজ খবর নেয়নি বাবর আলী।এদিকে জীবনের সাথে যুদ্ধ করে মেয়েকে পাশের এলাকায় আব্দুল সাত্তারের সাথে বিয়ে দেন ঐ বৃদ্ধা এর বেশ কিছুদিন মেয়ের কাছেই থাকতেন। এদিকে মেয়েও এক সময় পর হয়ে গেলে আবার ফিরে আসেন বাবার ভিটায়। বাড়ির এক কোনে ৫ টা টিনের চালার নিচে বসবাস করে আসছিলেন। এদিকে গত কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে শেষ সম্ভল ঘর টি ভেঙে পরে। কোন রকম ঐ ভাঙা ঘরেই জীবনের ঝুকি নিয়ে বসবাস করে আসছিলেন। পরে খবর পেয়ে রবিবার সকালে জণকল্যান যুব সংঘের আয়োজনে ঐ বৃদ্ধাকে নতুন করে ঘর মেরামতের জন্য ২৬ টিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা সমাজসেবার সহকারী কর্মকর্তা গোলাম সারোয়ার, জণকল্যান যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম রতনসহ স্থানীয়রা।