গাজীপুরের মহানগরীর কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় বুধবার সকালে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিটের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে।
উায়ার সার্ভিসের কর্মী, গোডাউনের মালিক ও এলাকাবাসী জানান, সকাল সোয়া পাঁচটার দিকে হামিম খানের ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা আরও তিনটি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর এক, জয়দেবপুর দুইটি, ডিবিএল একটি ও কাশিপুর থেকে ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর মো: মিরাজ ইসলাম জানান, ভোর সোয়া পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কাজ শুরু করে। তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।