গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউপি নির্বাচন সকালে শান্তিপূর্ন আর বিকালে বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো ভোট গ্রহণ। সকাল আটটার থেকে শুরু করে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত হয়েছে ভোট গ্রহন। এবার মৌচাক ইউনিয়ন নির্বাচনে ই ভি এম পদ্ধতিতে ৯টি ওয়ার্ডোর ২৬ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।
সকাল ১০ টা ৩০ মিনটে অত্র ইউনিয়নের ৪নং মাটিকাটা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্হিতি কম। মহিলা ভোটার মোটামুটি সন্তোষজনক থাকলেও পুরুষ ভোটার উপস্থিতি একেবারেই কম। ফলে মহিলা ভোট কেন্দ্রে আড়াইঘন্টায় ভোট পড়েছে ৬৫ থেকে ৬০টি আর অপর দিকে পুরুষ কক্ষে ঐ একই সময়ে ভোট পড়েছে মাত্র ৫০ টি সুতরাং একই সময়ে মহিলাদের থেকে পুরুষের ২০ ভোট প্রদান কম।
অপর দিকে সিনাবহ ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সাধারণ ভোটাররা ভোট দিলেও পুরুষ ভোটারের উপস্হিতি খুবই কম। সিনাবহ কেন্দ্রে কক্ষ নং ৭ এ ভোট সংখ্যা ৩৯০ দুপুর ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ১৫০ টি। কক্ষ নং ২ পুরুষ। ঐ কক্ষে ভোট সংখ্যা ৩১৩ দুপুর ১ টা দশ মিনিটে ভোট কাষ্ট হয়েছে ১২৪।
এ ছাড়া দুপুর ১ টার দিকে ২নং ৩নং ও ৪ নং কক্ষে আনারশ প্রতীকের কোন এজেন্ট কে দেখা যায়নি।