জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গড়লেন এক অনন্য এক রেকর্ড। বাংলা নাটকের ইতিহাসে প্রথম অভিনয়শিল্পী হিসেবে তাঁর অভিনীত কোটি ভিউ অতিক্রম নাটকের সংখ্যা ৫০ টি।
তার হাফ সেঞ্চুরির শুরুটা ছিল ‘বড় ছেলে’ নাটক দিয়ে। সর্বশেষ ৫০তম নাটক হিসেবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো তার অভিনীত ‘বস আই হেট ইউ’।
তাও মাত্র ১৯ দিনে। বিশেষ এই সংবাদটি নিজের ফেসবুক পেজের মাধ্যমে ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গেও শেয়ার করেছেন অপূর্ব। সেখানে তাকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন সবাই।
বিষয়টি নিয়ে ঢাকা পোস্টের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় এই তারকা। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে আমার অভিনীত ৫০টি নাটক ইউটিউবে কোটি ভিউয়ারের রেকর্ড গড়েছে। বিষয়টিতে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত, অনুপ্রাণিত। শুরু থেকেই বলে আসছি দর্শকই আমার কাজের প্রাণ। মানুষ আমার কাজকে অনেক বেশি ভালোবাসেন। আর সে কারণেই এটা সম্ভব হয়েছে। ’
এই অভিনেতা আরও যোগ করেন, ‘মানুষের জীবনে প্রথম যেকোনো কিছুই হৃদয়ের বিশেষ জায়গা জুড়ে থাকে। এটিও আমার জন্য তেমন। দর্শকের এই ভালোবাসাগুলো আমাকে প্রতিনিয়ত আরও ভালো ভালো কাজ করার জন্য উজ্জীবিত করে। ভবিষ্যতেও আমি চেষ্টা করব নিজের সেরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে। ’
কোটি ভিউয়ার পাওয়া এই ৫০ নাটকের পরিচালক-সহশিল্পীদেরও ধন্যবাদ দিতে ভোলেননি অপূর্ব। বলেন, ‘আমার এই নাটকগুলো যে পরিচালকরা পরিচালনা করেছেন, যারা সহশিল্পী হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন, লাইট-ক্যামেরা থেকে শুরু করে যারা আমাদের পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত-দর্শকদের। ’
কোটি ভিউ অতিক্রম করা অপূর্ব’র ৫০ নাটক হলো- বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭- দ্য লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন, শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায়, গল্পটা তোমারই, কেমন যেন তুমি, আমার প্রেম তুমি, চারুর বিয়ে, ফ্যাশন, পার্টনার, ভালোবাসা তুই, সুখে দুঃখে, কতদিন পর হল দেখা, বিয়ে, প্রিয় তুমি, শুনতে কি পাও, ড্রিম গার্ল, রঙিলা ফানুস, তেজপাতা, ঝগড়াবাড়ি, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, আনটোল্ড লাভস্টোরি, ব্যাচ ২৭, পিছুটান, আগডুম বাগডুম, তোমার ভালোবাসার জন্য, ভেরি রিসেন্টলি, বৌ এত সুইট ক্যান, হঠাৎ বৃষ্টি এলো, প্রেমে পড়া মানা, খুঁজি তোমায়, পাশের বাসার ছেলেটা, অবুঝ দিনের গল্প ২, চ্যালেঞ্জ ও বস আই হেট ইউ।