টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর ও দুর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (জিআর ক্যাশ) নগদ আর্থিক সহায়তা জেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী সুকুমার দত্ত প্রমুখ।