মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কোনদিন আমরা বিএনপির ওপর আঘাত বা পাল্টা আঘাত করি নাই।
তিনি বিএনপির উদ্দেশ্যে আরোও বলেন, আপনাদের নেতা বিদেশে আছে, তাই বড় বড় কথা বলছেন। আপনাদের নেতা পলাতক আছেন কিন্তু আপনারা বড় বড় কথা বললে আপনাদের পালানোর জায়গা কোথায়? অনুরোধ করবো এই লম্ফ যম্ফ দয়া করে বন্ধ করুন, জিহ্বা সংযত করুন। সুষ্ঠ রাজনীতি করুন, কেউ বাধা দিবে না। আপনারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে এক পাল্লায় মাপবেন না। বঙ্গবন্ধু মহান নেতা তাই মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীদের কিছুই করে নাই। শেখ হাসিনা ধৈর্যশীল,সহনশীল ধৈর্য্যর পরীক্ষা দিচ্ছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শনিবার দুপুরে গাজীপুরেরর কালিয়াকৈর বাস টার্মিনালে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রীকে কটুক্তি ও প্রাণনাশের হুমকির এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, জেলা অওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিযাকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেপ্তারের দাবী জানান।