আসন্ন ১৫ জুন অনুষ্ঠিত মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌচাক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড হবীবুল্লাহ বেলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, বীর মুক্তি যুদ্ধা আবদুল ওহাব আলী, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আ’লীগের ১যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারসহ প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৫ই জুন মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে বিজয়ী করতে সকল কে একসাথে ইক্যবদ্ধ হয়ে কাজ করার জন বিশেষ ভাবে আহবান জানান।