গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর রেলস্টেশন হতে ৪০০গজ সামনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ২টি বগি লাইনচ্যুত। উত্তরবঙ্গের সাথে রাত সারে দশটা থোকে ট্রেন যোগাযোগ বন্ধ।
শুক্রবার (২৭ মে) রাত সোয়া ১০ টার দিকে ওই ঢাকা যাওয়ার পথে রতনপুর রেল ক্রসিং এর সময় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নী। তবে ৩ ঘন্টা পার হলেও ঘটনাস্থলে এখনো রেল উদ্ধার কর্মী পৌঁছায়নি।এদিকে স্টেশনের কর্ম কর্তারা উদ্ধার কাজ চালাচ্ছে।
লাইনচ্যুত ওই ট্রেনের যাত্রী কাজি সাদ্দাম হোসেন বলেন, মৌচাক রতনপুর স্টেশনের ঠিক পরেই, ইঞ্জিনসহ দুটো বগি লাইন চ্যুত হয়েছে। এখন কয়টার সময় এ দূর্ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রাত ১০ টা ১৫ মিনিটের দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন বন্ধ রয়েছে। এ ঘটনায় মৌচাক রেল স্টেশন মাষ্টার জানান পঞ্চগড় টু ঢাকা গামী ট্রেনটি ক্রসিং এর জন দাড়িয়ে থাকে পরে স্টেশন ছেরে যাওয়ার সময় ৪০০ গজ দুরে এ ঘটনা ঘটে তবে কি কারনে এ দূর্ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না।