গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলব্রীজ এলাকায় ট্রেনে কাটা পরে শহিদুল ইসলাম (১৯) নামের যুবক নিহত হয়েছেন। সে কিছুটা মানসিক ভারসাম্য হীন।
নিহত ব্যাক্তি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাবন মিয়ার ছেলে। সে উপজেলার বোর্ডমিল কাঠালতলা ময়েজউদ্দিন টেক্সটাইল সামনে বাবুল সিকদার এর বাসায় সপরিবারে ভাড়া থাকে।
বৃহস্পতিবার সকালে সারে ছয়টার দিকে উপজেলার রতনপুর রেলব্রীজ কাছে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্র জানায়, ভোরে নামাজ পরে হাটার উদ্দেশ্য বাহির হয়ে রতনপুর রেললাইন দিয়ে হেটে আসার সময় রেলব্রীজের কাছে এলে অজ্ঞাত নামা জয়দেবপুর গামী ট্রেনের সাথে বারি খেয়ে পাশে সিটকে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে মৌচাক ফাঁড়ি পুলিশ ও জি আরপি পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়।
এ ঘটনায় মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দূর্ঘটনার বিষয়টি একান্ত জিআরপি পুলিশের লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।