গাজীপুর

কালিয়াকৈরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে শিশু ও নারী উন্নয়ন সচেতনতা লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়েছে।

চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুজ্জামান সেতুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আল বেলাল, গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনসহ আরো অনেকে।

কর্মশালায় করোনা ভাইরাস সংক্রমণ রোধ, করোনা টিকা গ্ৰহণ, জীবন তথ্য ও khhp, নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারী ক্ষমতায়ন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সচেতনতা ও উন্নয়ন মূলক আলোচনা করা হয়। এ সময় শিশু, নারী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষাথীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker