চিরনিদ্রায় শায়িত জনপ্রিয় কৌতুক অভিনেতা টাঙ্গাইলের ভাদাইমাখ্যাত আহসান আলী। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আহসান আলী সদর উপজেলার দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী (ভাদাইমা) দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ও লিবারে পানি ছিলো। রোববার সকালে তিনি অসুস্থ পড়েন। প্রথমে তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার সরোয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মৃত্যুবরন করেন। সন্ধ্যায় তার লাশ বাড়িতে আসলে তাকে শেষ বারের জন্য দেখতে তার বাড়িতে ভীর জমায় হাজারো দর্শক, ভক্ত ও গুনগগ্রাহী। রাত নয়টায় তার জানাযা শেষে দাফন করা হবে।
উল্লেখ্য, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতো। প্রায় দুই যুগ আগে থেকে কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ভাদাইমা হিসেবে পরিচিতি লাভ করে। তার পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। বর্তমান ডিজিটাল যুগে এসেও তিনি ইউটিউব ও বিভিন্ন সামজিক যোগাযোগের মাধ্যমে সমান তালে সব বয়সী মানুষদের বিনোদন দিয়ে আসছিলেন।