আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫ দাবি আদায়ের খুলনা বিভাগীয় মহাসমাবেশ।
পুলিশী হয়রানি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দাবিয়ে রাখতে পারেনি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে অবস্থান নিয়েছে। এই বাংলার জমিনে তাদের অবস্থান কখনোই মানুষ হতে দেবে না ইনশা আল্লাহ। এর প্রতিবাদে যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দেব, জান দেব।
তিনি আরো বলেন, ১৫ দাবি মেনে নিতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ।
- শিক্ষা -সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ।
- ইসলাম , দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল।
- বন্ধকৃত মিল, কল-কারখানা চালু।
- স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, বিভাগীয় সমাবেশ দিয়েছিল ঘরের মধ্যে। এই সমাবেশ কি ঘরের মধ্যে হয়? রাজপথে অবস্থান নিয়ে আমরা প্রমাণ করেছি, বিভাগীয় সমাবেশ রাস্তায় হয়। আন্দোলন-সংগ্রাম চলবে আমরা দাবি আদায় করব।
উপস্থিত ছিলেন আরো নেতৃবৃন্দ।