গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা থেকে ইব্রাহীম মন্ডল (৪৮) নামের মাদক ব্যবসায়ীকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।
গত শুক্রবার সন্ধায় উপজেলার পল্লি বিদুৎ হরিণহাটি এলাকার হাজী মোঃ হাফিজুর রহমান এর বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানাযায়, ইব্রাহিম মন্ডল দীর্ঘদিন যাবত হজী হাফিজুর রহমান বাসায় সপরিবারে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল শুক্রবার সন্ধায় ৭ টার দিকে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাজ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে শনিবার সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনি মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক নিজাম উদ্দিন জানান, ‘তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রজু হয়েছে পরে তাকে শনিবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’