কলকাতার গরম নাজেহাল করে দেওয়ার মতন। এসি ঘরে বা গাড়িতে কতক্ষন থাকা যায়? কাজ করতে চাইলে বাইরে বেরোতেই হবে, আর তখনই প্যাচপ্যাচে গরম জাকিয়ে বসে। এদিকে সূত্রের খবর মহানগরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কিন্তু, কোথায় বৃষ্টি? আকাশ কালো মেঘের চাদরে ঢেকে থাকলেও রোদ মাঝে মধ্যেই উকি দিচ্ছে। এতে করে গরমের দাপাদাপি বেড়ে চলেছে। ঠিক, এরকম ভ্যাপসা গরমকে টেক্কা দিলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ঊষসী রায় (Ushasi Ray)।
‘মিলন তিথি’, ‘বকুল কথা’, ‘কাদম্বিনী’- তিনটি ভিন্ন ধারার ধারাবাহিকে ঊষসীর কাজ দেখেছেন বাংলার দর্শকরা। প্রতিটি চরিত্রে ঊষসী যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু, এখন তাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না। যদিও দুটি ওয়েব সিরিজ করে ফেলেছেন ঊষসী। তার প্রথম ওয়েব সিরিজ ছিল ‘টুরু লাভ’। পরিবর্তিত তিনি করেন সৌমিক হালদারের পরিচালনায় ‘চোরাবালি’।