জামালপুরের সরিষাবাড়ীতে ‘অরক্ষিত’ রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মে) বিকালে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া (স্বপ্ননীল পার্ক) সংলগ্ন জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ইলেক্ট্রিশিয়ান ও উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় এলাকার মুজিবুর রহমান ছেলে সুলতান মাহমুদ (৩৫) এবং মিটার টেস্টিং সুপারভাইজার ও সিরাজগঞ্জের শাহজাদপুরের মোনাকষা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো: আলী হাসান (২৪)।
স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতির সুত্র জানায়, সোমবার বিকাল আনুমানিক তিনটায় লোকাল ট্রেন ধলেশ্বরী সরিষাবাড়ী থেকে ভূঞাপুর দিকে যাচ্ছিলো। এদিকে কাজ শেষ করে অফিসে ফিরছিলেন নিহত ওই দুই আরোহী।
ঘটনাস্থলে আসা মাত্রই দ্রুতগামী ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথেই ওই দুই আরোহী ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান এই রেলক্রসিং যদি একটি গেটম্যান থাকতো তাহলে এমন দুরর্ঘটনা ঘটত না। দুরর্ঘটনা এড়াতে এখানে একজন গেটম্যানের খুব গুরুতপূর্ণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক নুসরাত জামান সন্ধী বলেন, ট্রেনের ধাক্কা ছিটকে পরে মাথায় পছন্ড আঘাতে রক্তক্ষয়ীর কারনে তাদের মৃত্যু হয়েছে।
এবিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মুজিবুল হক, ট্রেনে কাটা পরে দুইজনের মৃত্যু হয়েছে। এখন লাশ হাসপাতালে আছে। তার পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।