জামালপুরের সরিষাবাড়ীতে ক্রয়কৃত জমি সক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ মে) সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল (প্রাইমারী স্কুল) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় গুরুত্বর আহত অবস্থায় সুকান্ত হোসেন (২৫) সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের সুত্রে জানা যায়, স্থল গ্রামের মন্জু মিয়া (৪৮) এর কাছ থেকে প্রতিবেশী নাজমুল হক (ছুরুর) ছেলে সুকান্ত হোসেন ৪ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুইপক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। এসময় সুকান্ত গুরুত্বর আহত হন।
আহত সুকান্ত বলেন, জমির টাকা পয়সা এবং দলিলপাতী সব সম্পুর্ন হয়েছে। কিন্তু মন্জু মিয়া জমি বুঝিয়ে দেয় না। আমি জমিতে গাছ লাগালে আমার উপর হামলা করেন।
জমি বিক্রেতা মন্জু মিয়া বলেন, আমি যতটুকু বিক্রি করেছি ততটুক জমি বোঝ দিয়েছি। এখন কৌশলে আমার অবশিষ্ট জমিতে জোর করে গাছ লাগান। তার শরীরে আমি আঘাত করিনি। সে বেয়াদবি কারায় তার মামা শাজাহান তাকে শাসন করেছেন।
এব্যাপারে তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনর্চাজ আব্দুল লতিফ বলেন, স্থল গ্রামে জমি সক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।