ঈদুল ফিতরের ১ সপ্তাহের ছুটি শেষে গাজীপুরে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। তবে ফিরতি পথে যানবাহনে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এসেছেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গসহ আসে পাশের জেলা থেকে আসা যাত্রীরা । তবে তুলনামূলক যাত্রীর কিছুটা বেশী তবে যাত্রীর চাপ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বাস মালিকরা। এদিকে, কালিয়াকৈর টার্মিনাল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজুরা বাইপাস ও চন্দ্রা ত্রিমোর বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় স্বাভাবিক ভাবেই বাড়ছে।
পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ উদযাপন শেষে গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও বিভিন্ন মিল কারখানার শ্রমিকরা ।
শনিবার সকাল থেকে গাজীপুরে মানুষের চাপ বাড়বে, বলছে বাস কাউন্টারগুলো। অনেকেই শনিবার রওনা হয়ে রোববারে অফিস করবেন। তবে, সড়কে আসার সময় তেমন কোন ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেকে। এদিকে চন্দ্রা ত্রিমোর বাসস্ট্যান্ডে এলাকা সহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফিরতে পারে সেইজন্যই হাইওয়ে পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ নিরাপত্তা জোরদারে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করেছেন।
শুক্রবার ভোর থেকেই রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ উত্তরবঙ্গের যাত্রীদের নিয়ে চন্দ্রা ত্রিমোর বাসস্ট্যান্ডে ভিড়তে থাকে যাত্রী বাহী বাস গুলো অপরদিকে বাস সংকট থাকায় অনেকেই পরিবার নিয়ে জীবনের ঝুকি নিয়ে ট্রাকে পিকাপ ভ্যানে করে আসতে দেখা গেছে। এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তা জোরদার কাজ করতে ২৪ ঘন্টাই মাঠে আছে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ট্রাফিক পুলিশ।
গত ২৯ এপ্রিল থেকে শুরু হয় ঈদের ছুটি। ছয় দিনের ছুটি বুধবার শেষ হলেও আগামী রোববার থেকে অফিস-আদালত পোষাক শিল্প ও কল কারখানা শুরু হবে পুরোদমে কাজ।তবে অধিকাংশ কল কারখানা শনিবার সকালেই খুলে দেয়া হয়।