টাঙ্গাইলের কালিহাতীতে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
রোববার সকালে উপজেলার রামপুর চকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার নরসিংহপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে আব্দুল আলিম (৩০), মধুপুর উপজেলার চাপড়ি গ্রামের হাসেন আলীর ছেলে হুমায়ুন (৩৫), কালিহাতী উপজেলার কামান্না এলাকার ছবদুল মিয়ার ছেলে আব্দুল মালেক (২৯), একই এলাকার আবুল হোসেনের ছেলে নাছির উদ্দিন (২৮), মৃত মধু মিয়ার ছেলে কুরবান আলী (৬০), মৃত- আব্দুল মান্নানের ছেলে রমজান আলী (৪৫), বোরহান উদ্দিনের ছেলে বাবু আহম্মেদ (২৮) এবং শামছুল আলমের ছেলে এরশাদ আলী (২৮)।
এ সময় তাদের কাছ থেকে জুয়া বোর্ড হতে নগদ ৩ হাজার ৯২০ টাকা এবং তাস উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।