তরুণ প্রজন্মের অভিনেত্রী রেজমিন সেতু। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার আটটি নাটকে দেখা যাবে তাকে। ঈদ অনুষ্ঠানমালায় নাটক গুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
নাটকগুলো হলো- শামীম জামানের ‘রতনে রতন চিনে’, ইয়ামিন ইলানের ‘ছাড় না দেওয়ার গল্প ২’, ফজলুল সেলিমের ‘গোল্ডেন বয়’, ‘সিরিয়াস প্রেমিক’ ও ‘পাত্রী নাম্বার ১০১’, লুৎফর হাসানের ‘যে প্রেম স্বর্গ থেকে আসে’ ও ‘ডার্ক লাভ’, সকাল আহমেদের ধারাবাহিক নাটক ‘সরকার অ্যান্ড সনস’। এছাড়াও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।
নাটকগুলো প্রসঙ্গে রেজমিন সেতু বলেন, সবগুলো নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সংখ্যার চেয়ে চেষ্টা করেছি ভালো কিছু গল্পে কাজ করার। তাই এবার শুধু আটটি নাটকেই অভিনয় করেছি। যেহেতু নাটকের গল্পগুলো আমাকে ঘিরেই, তাই অনেক শ্রম দিতে হয়েছে। চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, কাজগুলো খুব ভাল হয়েছে। দর্শকদের পছন্দ হবে।
এদিকে, প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন রেজমিন সেতু। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমায় তাকে চিত্রনায়ক আশিক চৌধুরীর বিপরীতে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন সোলায়মান আলী লেবু। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।