মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজে খাওয়ার আগে জনগণকে আগে খাইয়ে নেয়। প্রতি ঈদেই সারাদেশে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, ১৫ মাস ধরে করোনা ভাইরাস। পৃথিবীতে অনেক দেশ অনেক কষ্টে আছে, না খেয়ে আছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, এই যে রাস্তা ঘাট। এগুলো কে করেছেন শেখ হাসিনা । বাড়ী বাড়ী বিদ্যুৎ পৌছে দিছেন কে শেখ হাসিনা। প্রাইমারী স্কুল বিল্ডিং, গ্রামে গ্রামে রাস্তা কে করেছে আমাদের প্রধান মন্ত্রী। এই যে সাহায্য সহযোগীতা কে দেয়,সফল রাষ্ট্র নায়ক দেশরত্ব শেখ হাসিনা। আগে আপনারা এ সহযোগিতা কিন্ত পাননি। এখন পান। কারণ প্রধান মন্ত্রী অত্যন্ত মানব দরদী ও মানবিক। আগামীতেও যেন আপনাদের সেবা করতে পারেন, সে দোয়া করবেন। প্রধান মন্ত্রী আপনাদের ভুলে যাননি। আপনারাও ভুলে যাবেন না আশা রাখি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নে ও একটি পৌর সভায় প্রায় ৪০হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদউল আযহা এবং করোনা ভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ভিজিএফ চাল, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেছেন।
মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রের টাকা এদেশের মানুষের টাকা, ১৮ কোটি মানুষের টাকা। কে কে সরকারী সহযোগীতা পায়, তার সব তালিকা ইউনিয়ন পরিষদে রয়েছে এবং ইউএনও সাহেবের কাছে আছে, আমাদের ওয়েবসাইডে থাকবে আমাদের স্বচ্ছতা থাকুক। মানুষ জানুক , শুধু বাংলাদেশ না পৃথিবীর অন্যান্য দেশে জানতে পারবেন যে ইউনিয়ন পরিষদের কোন ওয়ার্ডে কারা কারা সহযোগিতা পায়, কি ভিজিএফ কি ভিজিডি । মন্ত্রী দুপুরে মধ্যপাড়া ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, মধ্যপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার প্রমুখ।