ঈদের ছুটির একদিন আগেই পরিবার পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে অনেকই নাড়ির টানে বাড়িতে ফিরতে শুরু করেছে।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ত্রিমোর বাসস্ট্যান্ডে এলাকায় বৃহস্পতিবার সকালে দেখা গেছে অনেককেই পরিবার নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে। এদিকে উত্তরবঙ্গসহ আসে পাশের জেলা গুলোর অনেক যাত্রী বাহী বাস দেখা গেলেও এখনো যাত্রীদের ভীর দেখা যায়নি। আগামীকাল শুক্রবার থেকেই সকল গার্মেন্টস পোষাক তৈরি শিল্প ও কারখানা গুলো ঈদের ছুটি দিয়ে দিবে।অপরদিকে অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করতে প্রস্তুতি নিচ্ছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং তাদের নিরাপত্তা জোরদার করতে ও নিরাপদে বাড়ি ফিরতে ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ পাশাপাশি জেলা ট্রাফিক পুলিশ। অপরদিকে বাস কাউন্টার গুলিতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন দূরপাল্লার যাত্রীরা তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছেন এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাতক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতবারের চেয়ে মহাসড়কে যানজটের পরিমাণ খুব কম। তবে আইন প্রশাসনের দাবি যদি নিয়ম শৃঙ্খলা মেনে যানবাহন গুলো চলাচল করে তাহলে যানজটের সৃষ্টি হবার কোন কারন নেই।
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, ঈদের ছুটিতে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেইজন্যই হাইওয়ে পুলিশ কাজ করছে। এছারা কোন প্রকার অপ্রিতিকর ঘটনা রোধে সব সময় পুলিশ নজর রাখছে।