পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপের স্ত্রী আম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক ছিল টুইটারের মালিক ধনকুবের ইলন মাস্কের। এমনকি হলিউড অভিনেতা জেমস ফ্র্যাঙ্কোর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল আম্বারের। সম্প্রতি জনি ও আম্বারের পরস্পরের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এসব পুনরায় উঠে আসে।
তারকা হয়েও আম্বার স্বামীর নির্যাতনের শিকার, এ নিয়ে একটি পত্রিকায় কলাম লেখায় সাবেক স্ত্রীর ওপর খেপেছেন জনি ডেপ। স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন তিনি। আম্বারও এক কাঠি সরেস। তিনি জনির বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা ঠুকেছেন। মামলার শুনানি তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।
তবে জনির বিরুদ্ধে আম্বারকে শারীরিক নির্যাতনের যে অভিযোগ, সেটা এখনো মিথ্যা প্রমাণ করা যায়নি। এই মামলার শুনানি আরও কিছুদিন চলবে। জনির বিরুদ্ধে আম্বারের অভিযোগ, মদ্যপ অবস্থায় ও মাদক সেবনের পর স্ত্রীর গায়ে হাত তুলতেন তিনি। আম্বারও জনিকে শারীরিকভাবে আঘাত করেছেন বলে অভিযোগ রয়েছে।