টেলিভিশন দুনিয়ার রানি বলা হয় মেহজাবীন চৌধুরীকে। সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় সবখানেই যার সফল পদচারণা। প্রতিটি নাটকেই কোনো না কোনো নতুন চরিত্র ও লুকে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী। কখনো টমবয়, কখনো মাস্তান, কখনো বস্তির মেয়ে কখনো বা শুধুই একজন সাধারণ প্রেমিকা। সব চরিত্রেই ভেঙে চুড়ে গড়েছেন নিজেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারে ভূতের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
দর্শকের প্রিয় ত্রিরত্ন ভিকি-নিশো-মেহজাবীন। নির্মাতা ভিকি জাহেদের কাজের প্রশংসা সর্বত্র প্রচলিত। আর তা যদি হয় আফরান নিশো-মেহজাবীন চৌধুরীকে নিয়ে, ব্যস! চোখ বন্ধ করে লুফে নেয় দর্শক। এর আগেও ভালোবাসা ও থ্রিলার গল্পে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ভিকি। সবসময়ই গতানুগতিক ধারার বাইরে কাজ করা এই নির্মাতা এবার ঈদে নিয়ে আসতে যাচ্ছেন এক অভিনব ভূতের নাটক ‘চম্পা হাউজ’।
২৩ এপ্রিল মুক্তি পায় ‘চম্পা হাউজ’র ট্রেলার। তার আগে নিজের ইনস্টাগ্রামে চম্পা লুকের ছবি পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘মিট চম্পা ফ্রম চম্পা হাউজ’। ভিকি জাহেদের পরিচালনায় নাটকের গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। এর চিত্রনাট্যও লিখেছেন ভিকি জাহেদ।
এদিকে, ভিকি জাহেদ মেহজাবীনকে নিয়ে সাম্প্রতিক সময়ে দুটি কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় ফের মেহজাবীনকে যুক্ত করলেন চম্পা হাউজে। পুনর্জন্ম ও এর সিক্যুয়েলের পর আফরান নিশো-মেহজাবীন ভিকি জাহেদের সঙ্গে চম্পা হাউজে উপস্থাপিত হতে যাচ্ছেন দর্শকের সামনে ঈদের ২য় দিন।