প্রায় ৭ বছর অপেক্ষার পালা অবসান ঘটিয়ে অবশেষে ১৫ জুন কালিয়াকৈর উপজেলার বাকী থাকা একটি ইউনিয়ন নির্বাচনের তহসিল ঘোষনা করা হয়েছে। এরি মধ্যেই ব্যাপক প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীরা।
এদিকে গত ২০১১ সালের পর নানা জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিলো গতকাল সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন এর বৈঠক শেষে আগামী ১৫ই জুন নির্বাচনে তহবিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এদিকে ৪নং মৌচাক ইউনিয়ন কে সামনে রেখে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে বেপক প্রচার প্রচারণা চালাচ্ছেন তরুন সমাজের আইকন সত নিষ্ঠাবান বিচক্ষণ ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন। এরি মধ্যে প্রতিটি পাড়া মহল্লার গণসংযোগ করছেন প্রতিটি ভোটারের কাছে ভোট দোয়া ও সমর্থন চাচ্ছেন।
দেলোয়ার হোসেন জানান, যদি জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এই ৫নং ওয়্যার্ড বাসীর সেবা করে তাদের পাশে থেকে এই ওয়ার্ড একটি উন্নত ডিজিটাল ওয়ার্ডে পরিনত করবো। তিনি ৫নং ওয়ার্ডের স্ব স্থরের জনগনের কাছে ভোট ও দোয়া প্রত্যাসা করেন।