জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হলো তৌসিফের নতুন গান ‘ভালোবাসো কি না’। তারেক আনন্দের কথায় ‘ভালোবাসো কি না’ গানের মাধ্যমে পাঁচ বছর পর এই ঈদে আবার গানে ফিরছেন এ গায়ক। গানটির সুর করেছেন তিনি নিজেই। সঙ্গীতায়োজন করেছেন টফি রেনার।
‘বৃষ্টি ঝরে যায়’খ্যাত এই শিল্পী বলেন, ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ ছিল। এ ছাড়া, এই সময়টা আমার পরিবারকে সময় দিয়েছি। ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়।
তার পর তারেক আনন্দ ভাইয়ের সাথে এই গান হয়ে গেলো। শ্রোতাদের সঙ্গে দেখা হচ্ছে ঈদে ‘ভালোবাসো কি না’ গানের মাধ্যমে। আমার গান যারা পছন্দ করেন তাদের আমার ঈদের উপহার।