এ প্রজন্মের মডেল অভিনেত্রী লাকি হামিদ। উপহার দিয়েছেন বেশ কিছু শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও। এই ঈদে আসছে লাকি হামিদ এর দুটি মিউজিক ভিডিও এবং বেশ কিছু শর্টফিল্ম।
এ প্রসঙ্গে লাকি বলেন, এই ঈদে আমার দুটি মিউজিক ভিডিও আসবে। একটির নাম হচ্ছে “মন টা আমার” গায়ক- এস এম কারিম, অভিনয়ে- লাকি হামিদ, সজিব খান এবং ইমরান। আরেকটা গান হচ্ছে “ময়না পাখি” গায়ক- তাজুল ইসলাম তাজ।
দুটি গান অনেক সুন্দর। আমার মনে হচ্ছে দুটি গান দর্শক খুব পছন্দ করবে। তাছাড়া এই ঈদে আসবে আমার বেশ কিছু শর্ট ফিল্ম। এগুলা হচ্ছে মানিব্যাগ, বাসের মধ্যে বিয়ে, কাজের মেয়ে আসমা, কালো বউ।
তাছাড়া আপনারা আরো দেখতে পারবেন স্পেশাল ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান সাজ সজ্জা। এটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে চাঁদ রাতে রাত ৮টা ৩০ মিনিটে। এ বিষয়ে লাকি আরো বলেন।
বেশ কিছু কাজ হাতে আছে ইনশাআল্লাহ সেগুলো ও শেষ করবো। সত্যি কথা বলতে আমি ভালো একজন অভিনেত্রী হতে চাই। অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।