কিশোরগঞ্জের নিকলীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মো: কামাল (৫৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মজলিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো: কামাল মজলিশপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, মো: কামাল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নিকলী উপজেলার মজলিশপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: কামালকে আটক করা হয়। এ ব্যাপারে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।