বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তার ব্যক্তিজীবনের কিছুটা ছাপ। ছাদে ক্রিকেট খেলায় ব্যস্ত আমির। তার বল পেটানোর সেই ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
আমির খান প্রোডাকশনের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, অফিসের পুরো ছাদটাই নেট দিয়ে মুড়া। সেখানেই ধুমধারাক্কা বল পেটাচ্ছেন আমির।
ক্রিকেট খেলতে খেলতেই তাকে বলতে শোনা যায়, ‘২৮ তারিখ তোমাদের একটা গল্প শোনাব।’ এরপর নিজের টিমমেটদের প্রশ্ন করেন, ‘আইপিএলে চান্স পাব?’
এদিকে সোশ্যাল মিডিয়ায় আমিরের ক্রিকেট খেলার প্রশংসা করেছে নেটজনতা। অনেকেই জানিয়েছেন, ‘লাগান’-এর স্মৃতিকে উস্কে দিয়েছেন নায়ক।
প্রসঙ্গত, আমিরের সবশেষ সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল। তার সিনেমাও যে এভাবে ফ্লপ হতে পারে, তা যেন বিশ্বাসই হয়নি অনুরাগীদের। আর তাই ‘লাল সিং চাড্ডা’ হিট হওয়ার আশায় বুক বেঁধেছেন তারা। এতে আমিরের সঙ্গী হয়েছেন কারিনা কাপুর খান।