গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের মাটিকাটা ছাপড়া মসজিদ এলাকায় মো: রাসেল আল মামুন (৩২) নামের স্কুল শিক্ষক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় শাকিল হোসেন (১৮) এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল বুধবার রাত ৭ টার দিকে উপজেলার কালিয়াকৈর পৌর সভার ৮নং ওয়ার্ড ছাপরা মসজিদ এলাকায় স্থানীয় এক মসজিদ থেকে মাঘরীরিবের নামাজ শেষে বের হওয়ার পরে এ দূর্ঘটনা ঘটে। আহত ঐ স্কুল শিক্ষক উপজেলার ছাপরা মসজিদ এলাকার সামসুল হকের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নামাজ শেষ মসজিদ থেকে বের হলে নির্জন রাস্তায় ঐ ছিনতাইকারী পথ গতিরোধ করে। এ সময় আহত স্কুল শিক্ষকের হাতে থাকা একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাঁধা প্রদান করে স্কুল শিক্ষক। এ সময় ছিনতাইকারীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে ঐ স্কুল শিক্ষকের ডাক আত্নচিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে ঐ ছিনতাইকারী পালাবার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়রা স্কুল শিক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় স্কুল শিক্ষকের বরভাই বাদী হয়ে মামলা করেছেন। এই ঘটনার দিন সকালে সফিক হোসেন নামের গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যায়।
এ ঘটনায় কালিয়াকৈর থানার উপ পরিদর্শক আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি বৃহস্পতিবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।