ঈদ সামনে রেখে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় কয়েকটি পরিবহনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে ভোক্তা-অধিকার অধিদপ্তরের পরিচালক মো: মনজুর শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কল্যাণপুর বাস কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোয় হানিফ পরিবহন, শ্যামলী এন আর পরিবহন, দেশ ট্রাভেলসহ ছয়টি ও গাবতলীতেও একই অভিযোগে ঈগল ও সোহাগ পরিবহনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শ্যামলী এন আর পরিবহনে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত বাস ভাড়ার তালিকা কাউন্টারে ঝুলানো নাই। এ কারণে ওই কোম্পানিকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা। মানিক এক্সপ্রেস, দেশ ট্রাভেলস, হানিফসহ ছয়টি কাউন্টারে গিয়েও একই অভিযোগ মেলে। এ কারণে প্রতিটি কোম্পানিকেই সতর্কতামূলক পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গাবতলি বাস কাউন্টারে চলা অভিযানে ঈগল ও সোহাগ পরিবহনে মেলে নানা অনিয়ম। তাদেরও গুনতে হয় পাঁচ হাজার টাকা।
তবে বাস কর্তৃপক্ষের দাবি, ভাড়ার তালিকা টানানোর বিষয়ে কেউ তাদের সতর্ক করেনি।
ভোক্তা-অধিকার অধিদপ্তরের পরিচালক মো: মনজুর শাহরিয়ার বলেন, ঈদকে ঘিরে কোনো পরিবহন কোম্পানি যাতে ভাড়া নিয়ে যাত্রীদের জিম্মি করতে না পারে এবং কিলোমিটার অনুযায়ী সরকার র্নিধারিত ভাড়া আদায় করে সেই লক্ষেই এমন অভিযান।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভোক্তা-অধিকার অধিদপ্তর এবার বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে অভিযান পরিচালনা করবে। এছাড়া এবার বিমানবন্দরেও অভিযান পরিচালনা করা হবে।
শাহরিয়ার আরও বলেন, অধিক মুনাফার আশায় কোনো পরিবহন কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।