সিজলিং এবং বোল্ড লুকের মাধ্যমে সবসময়ই ইন্টারনেটে উষ্ণতা ছড়ান অভিনেত্রী উরফি জাভেদ। এই খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় তাকে।
এসব ট্রল নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন উরফি। তিনি বলেছেন, ট্রল আর আমার মধ্যে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক আছে। ফ্যাশন চয়েসে উরফিকে যেমন সহজে অন্যদের চেয়ে আলাদা করা যায় তেমনি তার কথাবার্তাও।
এদিকে ঘটে গেছে আরেক ঘটনা। প্রথমবারের মতো উরফিকে সম্পূর্ণ শরীর ঢেকে বিমানবন্দরে দেখেছেন ভক্তরা। অনেক ভক্তরা তো মজা করে বলেই ফেলেছেন দিনটিকে ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দিয়ে রাখার মতো।
মুম্বাইয়ের বিমানবন্দরে তার পরনে লম্বা ঢিলেঢালা হাতাকাটা পোশাক। তার ওপরে চাপিয়েছেন ডেনিমের জ্যাকেট। মুখে নেই রূপটান। চুল বাঁধা অগোছালো করে।
পাপারাজ্জিদের সামনে আসতেই মুখ ঢেকে ফেলেন তিনি। মুখ ঢেকে তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে বাহিরে যাওয়ার গেটের দিকে এগোতে থাকেন।
জানা গেছে, মাথায় তেল নিয়ে রওনা দেন উরফি। একদম সাজগোজ করেননি বলেই ক্যামেরা থেকে দূরে পালাচ্ছেন তিনি। কিন্তু হঠাৎ রূপ বদলে ফেলার কারণ কী, তার উত্তর মেলেনি।
প্রসঙ্গত, সর্বশেষ ‘বিগ বস ওটিটিতে’ দেখা গিয়েছিল উরফিকে। ভক্তদের সঙ্গে কীভাবে সবসময় যোগাযোগ রাখতে হয় সেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। নিয়মিত ছবি ও ভিডিও দিয়ে থাকেন তিনি। বাড়ে ভাইয়্যা কি দুলহানিয়া, মেরি দুর্গা, বেপান্নাহ সিনেমাতেও কাজ করেছেন উরফি।