বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এরপর নানা কারণেই বেশ সরব হয়ে ওঠে এই নির্বাচন। বিশেষ করে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে।
তবে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ করায় রিয়াজ এই সুযোগ পেলেন। গত ২৬ মার্চ রোজিনার পদে রিয়াজকে দেওয়া হয়
সেই প্রেক্ষিতে (৬ এপ্রিল) বুধবার নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন এই নায়ক। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এই শপত গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়াসহ আরও অনেকে
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে তিনি সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত নানা ব্যস্ততার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান গণমাধ্যমে।
তবে তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত কি না এমন প্রশ্নে বলেছিলেন, আমি কোনো কিছুতেই প্রভাবিত হয়ে পদত্যাগ করিনি। এটা আগেই বলেছি, শুধুমাত্র ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমার এ সিদ্ধান্ত।