কানের অফিসিয়াল সিলেকশনে যোগ দেওয়ার পর এবার আরেক ইতিহাস তৈরি করলো আব্দুল্লাহ মোহাম্মাদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অফ মডার্ন আর্টে (মোমা) প্রথম বাংলাদেশি ছবি হিসেবে জায়গা করে নিয়েছে রেহানা।
আগামী ২৯ এপ্রিল ও ১ মে নিউইয়র্কের দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট ও ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টারের ৫১তম ‘নিউ ডিরেক্টরস নিউ ফিল্মস’ আসরে দেখানো হবে আব্দুল্লাহ মোহাম্মাদ সাদের ছবিটি।
অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে উত্সবটি এমন সব চলচ্চিত্র নির্মাতাদের আমন্ত্রণ জানায়, যাদের সাহসী কাজ অপ্রত্যাশিত ও আকর্ষণীয়ভাবে বর্তমান ও ভবিষ্যতের সাথে মেলবন্ধন স্থাপন করে।
উল্লেখ্য, এবছর উৎসবে ২৬টি ফিচার ফিল্ম ও ১১টি স্বল্পদৈর্ঘ্য ছবিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এফএলসি ও মোমা প্রেক্ষাগৃহে ৩৯ পরিচালকের কাজ প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছেন ২১ জন নারী নির্মাতা।
নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে অবস্থিত মিউজিয়াম অফ মডার্ন আর্ট আধুনিক শিল্পকর্মের অন্যতম বৃহত্তম সংগ্রহশালা। শিল্পের দুনিয়ায় এটিকে সবচেয়ে প্রভাবশালী জাদুঘরগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।
স্থাপত্যবিদ্যা, চিত্রকলা, ভাস্কর্যবিদ্যা, ফটোগ্রাফি, সঙ্গীত ও চলচ্চিত্রসহ শিল্পের বিভিন্ন শাখার নানা নিদর্শন এখানে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়।