রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিচার্স ট্রেনিং কলেজের সামনে চা খেতে যায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী। সেখানে চায়ের দোকানে বসা নিয়ে টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঢাকা কলেজের ওই শিক্ষার্থীদের মারধর করে টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষার্থীরা। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা রড, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ঘেরাও করে ফেলে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল মেরে টিচার্স ট্রেনিং কলেজের গেট ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা ভেতর থেকে ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল ছোড়ে। পরে দফায় দফায় সংঘর্ষ হয়।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের নর্থ হলের তিনজন শিক্ষার্থীকে টিচার্স ট্রেনিং কলেজে মারধর করা হয়। এরপর নর্থ হলের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের অন্যান্য হলের শিক্ষার্থীরা এসে টিচার্স ট্রেনিং কলেজে হামলা শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ডিউটি অফিসার মো: মেহেদি হাসান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র লীগের কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজ ছাত্র লীগের নেতাকর্মীরা মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।