জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন সম্প্রদায়ের ২০৫ বছরের পুরনো শ্রী’শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দিরে ‘বারুনী মহাস্রাণ পূজা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দিনব্যাপী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া কালীমাতা মন্দিরে এ পূজা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন পৌরহিত্য নিরঞ্জন চক্রবর্তী।
খাগুড়িয়া মন্দির সূত্রে জানা গেছে, বৃটিশ শাসন আমল থেকে শ্রী শ্রী খাগুড়িয়া কালীমাতা মন্দিরে এ পূজা চৈত্র মাসের মহা বারুণীতে গঙ্গা স্নান উপলক্ষে বিশেষ পুজা অরচনা করা হয় মায়ের এ মন্দিরে। এই উৎসব অনুষ্ঠানে দেশের বিভিন্ন দূর-দুরান্ত জায়গা থেকে আসা ভক্তদের পদাচরণায় মুখরিত হয় কালিমাতা মন্দির।
এসময় উৎসব প্রাঙ্গণ মন্দিরে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি শ্রী রমেশ চন্দ্র সুত্রধর, সাধারন সম্পাদক শ্রী কালাচান পাল, সদস্য শ্রী কৃষ্ণন সাহা, শিবলু চন্দ্র কর্মকারসহ শতশত ভক্তরা।