টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জন এবং এন্টিজেন নমুনা পরীক্ষায় ১৪ জন।
তারা হলেন, কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের নাসরিন (৫৫), আব্দুল বাছেদ (৬৫), মুক্তা (১৫), সাতুটিয়া গ্রামের বিপ্লব (৩০), সানোয়ার (৪৫), রোকেয়া (৫৫), বেতডোবা গ্রামের উজ্জ্বল সরকার (৩৫), বিউটি (৪৫), কালিহাতীর আশরাফুল (৪২), শামসুল আলম (৫০), সল্লা ইউনিয়নের তাছলিমা (১৮), গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল মজিদ (৫৫), এলেঙ্গা পৌরসভার মষিন্দা গ্রামের রৌশন আরা (৭০), বল্লা ইউনিয়নের মিজান (৪০), কোকডহরা ইউনিয়নের পাছ চারান গ্রামের শরিফুল ইসলাম (৬৪), আগ চারান গ্রামের লিমা (১৯), বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামের আফরোজা (৩৮), বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের লাবনী (২৮), সিংনা গ্রামের রহিমা (৩৫), নোয়াবাড়ী গ্রামের নুরজাহান (৪০) এবং পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মোগলপাড়া গ্রামের মির্জা উপল (৩৫), মির্জা উষা (৫০) ও কালিয়াগ্রামের সজিব (৩০)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩৩ জনে এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২২ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৮ জন।
শনিবার (১০ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন নতুন আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছে।
তিনি আরও বলেন সকলকে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া সহ সরকারি স্বাস্থ্যবিধি পালনের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যদি কারও জ্বর, সর্দি, কাশি সহ করোনার অন্যান্য উপসর্গ থাকে তাহলে হাসপাতালে না এসে হাসপাতালের জরুরী নম্বরে (০১৭৩০৩২৪৫৬৫) ফোন করে সেবা গ্রহণের অনুরোধ জানান এবং উপসর্গ থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করারও আহ্বান জানান তিনি।