নওগাঁর ধামইরহাটে লেবুর বাগানের অন্তরালে গাঁজা উৎপাদন। দীর্ঘদির ধরে গোপনে লেবুর বাগানে গাঁজা গাছ লাগিয়ে পরিচর্চার মাধ্যমে গাছ গুলো ফুল ধরার উপযোগী করে তুলেছেন গাঁজা চাষী সোহরাপ হোসেন।
জানা গেছে, উপজেলা চকমহেশ (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহরাপ হোসেন (৫৫) দীর্ঘদিন ধরে বাড়ীর পাশে লেবুর বাগানে গাঁজার চাষ করে আসছিল। গোপন সংবাদের প্রেক্ষিতে শুক্রবার ৯ জুলাই রাত পোনে ১২ টায় বিষয়টি জানতে পেরে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ, এ.এস.আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সোহরাব হোসেনের লেবুর বাগানে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ সোহরাব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় স্থানীয়দের সম্মুখে দীর্ঘদিন ধরে গাঁজা চাষের বিষয়টি সোহরাব হোসেন স্বীকার করেন।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, গাঁজা যেহেদু একটি মাদকদ্রব্য ও এই ব্যবহার, রক্ষনাবেক্ষন ও সেবন সবই আইনত দন্ডনীয় অপরাধ, সেহেতু গাঁজার গাছ উদ্ধারসহ নিয়মিত মামলা দিয়ে ধৃত আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।