‘যদি কিন্তু তবুও’ ও ‘ট্রল’ নামে দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। এবার প্রথম ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা অপূর্ব। সাত পর্বের সিরিজটির নাম ‘পাস্ট টেনস’।
অপূর্ব জানালেন, এখন ওটিটির কাজে শিল্পীদের চাহিদা বাড়ছে। তিনি বলেন, ‘ওয়েব ফিল্ম বা সিরিজের কাজে ভালো বাজেট থাকে। বাছাই করা গল্প নিয়ে, বাড়তি যত্ন নিয়ে ওয়েবের কাজ করেন পরিচালকেরা। এতে কাজের কোয়ালিটি ভালো হয়। সব শিল্পীই চান ভালো কাজ করতে। ওটিটির কাজে সেই সুযোগ আছে। এ কারণে সব শিল্পীর মতো আমারও আলাদা আগ্রহ আছে এখানকার কাজে।’
সিরিজে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করবেন অপূর্ব। সিরিজটির পরিচালক সঞ্জয় সমদ্দার জানান, শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। এই থ্রিলের পেছনে থাকবে রাজনীতি, জীবন ও অতীত খোঁজার কাহিনি। শুটিংয়ের স্থান ঢাকা, বরিশাল, বাগেরহাট, মোংলাসহ বিভিন্ন লোকেশনে। চলতি মাসের শেষে শুটিং শুরু হবে। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে সঞ্জয় সমদ্দার ও স্বরূপ চন্দ্র দে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন সঞ্জয় সমদ্দারের পরিচালনায় মুক্তিযুদ্ধের নাটক ‘নিহত নক্ষত্র’র শুটিং।

গত রোববার শুরু হয়েছে নাটকটির শুটিং। নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। তিনি বলেন, ‘আমরা গল্পটি নিয়েছি রুদ্র মুহম্মদ শহিদুল্লার “কনসেন্ট্রেশন ক্যাম্প” কবিতা থেকে। একজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের স্বপ্ন নিয়ে সিদ্ধিরগঞ্জে অপারেশনে যান। অপারেশনে কী হয়েছিল, সেটাই পর্দায় তুলে ধরা হবে।’ ২৬ মার্চ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, জয়রাজ প্রমুখ।