মঙ্গলবার সন্ধ্যায় ইস্তাম্বুল থেকে ফেসবুক ইনবক্সে প্রথম আলোকে তিনি বলেন, ‘এসেই তো বিপদে পড়েছি, হোটেল থেকে বের হতে পারছি না। চারদিকে বরফ আর বরফ। রাস্তাঘাট অনেকটাই বন্ধ। তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। হোটেলে বসেই বেশি সময় কাটছে।’

তবে শীতের পোশাকে মাঝেমধ্যে হোটেল থেকে আশপাশে বের হচ্ছেন বলে জানালেন ফারিয়া। বলেন, ‘আগে তো কখনো বরফ পড়ার মধ্যে ঘোরাঘুরি করা হয়নি। কেমন লাগে, তা দেখার জন্য একটু-আধটু বের হচ্ছি। শীতের পোশাক পরে রাস্তায় একটু হাঁটছি। মজাও লাগছে। তবে বেশিক্ষণ বাইরে থাকছি না। কারণ, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও আছে। তা ছাড়া এখানে আমার ফুফাতো বোনেরা আছে। হোটেলের পাশেই তাদের বাসা। মাঝেমধ্যে ওদের ওখানে যাচ্ছি, আড্ডা দিয়ে সময় কাটাচ্ছি।’

এই অভিনেত্রী বলেন, ‘প্রথমে যখন আসি, তখন ইচ্ছা ছিল ১০-১২ দিন থাকব। যেহেতু বরফ পড়ার কারণে ঘুরতে পারছি না, এ কারণে এখন সিদ্ধান্ত নিয়েছি ২০ দিন থাকব। কারণ, আবার কবে আসা হবে, তার ঠিক নেই। অনেক দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখতে চাই।’
এদিকে ১০ মার্চ তুরস্কে যাওয়ার আগে ৬ মার্চ চিত্রনাট্যকার ও পরিচালক আংশুমান প্রত্যুষের কলকাতার ছবি ‘রকস্টার’-এর শুটিং শেষ করেছেন ফারিয়া। তার আগে বাংলাদেশের ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ শেষ হয়।
ফারিয়া জানালেন, টানা ২০ দিন শুটিং করে ‘রকস্টার’ ছবির সব কাজ শেষ হয়েছে। বলেন, কাজটি বেশ ভালো হয়েছে। কোয়ালিটি কাজ হয়েছে। নতুন ধরনের একটি গল্পে কাজ করা হলো। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদুল ফিতরে মুক্তির কথা আছে ছবিটির।

অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’-এর সিকুয়েল ‘বিবাহ অভিযান ২’-এর শুটিং শুরু হবে। কিন্তু করোনার কারণে আটকে যায়। সিকুয়েলেও থাকছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, আরও আগেই শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। বলেন, ‘আগামী ১৫ জুন আমার শিডিউল নিয়েছেন ছবির পরিচালক বিরসা দাসগুপ্ত। থাইল্যান্ডের লোকেশনে শুটিং হবে ছবিটির।’