কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭টায় এ উপলক্ষে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কিশোরগঞ্জ- ১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা: মো: সাইফুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো: পারভেজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ: মান্নানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সকাল ১০টার দিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৫ দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ- ১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিন ব্যাপী ৫টি ট্রাক কিশোরগঞ্জ জেলায় ট্রাকশো করবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker