প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন ‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল। নির্মাতা ছিলেন তারই বাবা অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ।
মূলত ইতিহাস সিনেমা দিয়েই তিনি জনপ্রিয়তা তৈরী করেন। প্রথম সিনেমায় অভিনয় করে খুব কম অভিনেতাই তারকাখ্যাতি পান। কিন্তু কাজী মারুফের ক্ষেত্রে ঘটে ব্যতিক্রম। কিন্তু জনপ্রিয়তা খুব বেশিদিন থাকেনি। ধীরে ধীরে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে যেতে থাকেন।
শুধু যে অভিনয় থেকেই দূরে তা নয়, তিনি দেশ থেকেও বহু দূরে। স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। নানা সময়েই দর্শকের মনে প্রশ্ন উঠে ঠিক কি কারণে তিনি নিজ দেশের অভিনয় ছেড়ে দূরে সরে গেলেন? এই প্রথম দিলেন এর উত্তর। ইউটিউব প্লাটফর্মে হঠাৎ লাইভে এসে তিনি ৩৮ মিনিট কথা বলেন।
যুক্তরাষ্ট্র থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে আলাপ করেছেন, জানিয়েছেন তার অবস্থা সম্পর্কে। সেখানে তিনি ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন।
অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হবার বিষয়ে তিনি বলেন, ঠিকঠাক সিনেমা করা হচ্ছিলো না দেশে। তাছাড়া বাবা (কাজী হায়াৎ) এর নির্মাণে ‘ছিন্নমূল’ সিনেমাটি এবারের বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের নানা কারণে মুক্তি দেওয়া হয়নি।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাবাকে বলা হয়েছিল, প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা মুক্তি না দেয় তাহলে নির্মাতা কিভাবে মুক্তি দিবে! এরপর সেদিনই বাবা বাসায় এসে প্রশ্ন করলেন, যুদ্ধ এই বয়সে করব? তোমার এই যুদ্ধে সামিল হওয়ার দরকার নেই। তুমি আমেরিকা চলে যাও। যার জন্য আমি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে আসি।
এছাড়াও এই নায়ক ব্যক্তিগত জীবন নিয়ে আরও নানা ধরণের কথা বলেন, ভক্তের প্রশ্নের উত্তর দেন।