প্রথমবারের মত ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজের নাম ‘পাস্ট টেনস’, এটি পরিচালনা করবেন ‘ট্রল’, ‘শোকসভা’, ‘শিফট’, ‘যে শহরে টাকা উড়ে’-খ্যাত নির্মাতা সঞ্জয় সমদ্দার।
জানা গেছে, ‘পাস্ট টেনস’ নির্মিত হবে শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্পে, যার পেছনে থাকবে রাজনীতি, জীবন ও অতীত খোঁজার কাহিনী। এখানে অপূর্ব অভিনয় করবেন ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে।
সঞ্জয় সমদ্দার বাংলাদেশ জার্নালকে বলেন, ‘এটা একদমই শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। এই গল্পের পেছনে থাকবে রাজনীতি, জীবন ও কিছু অতীত খোঁজার গল্প।’
তিনি আরও বলেন, ‘গল্পটি একদমই অন্যরকমভাবে নির্মাণ করার পরিকল্পনা করছি এবং গল্পের আশরাফ চৌধুরীকেও দর্শকরা একটু অন্যরকমভাবে দেখতে পাবে।’
সিরিজটিতে অপূর্বের অভিনয়ের কথা জানা গেলেও নায়িকা কে থাকছেন, তা এখনও বলতে চাননি নির্মাতা। জানান, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দুয়েক দিনের মধ্যেই জানানো হবে।
তবে, চলতি মাসের শেষের দিকে এর শুটিং শুরু হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ঢাকা, বরিশালসহ বিভিন্ন লোকেশনে সিরিজটির দৃশ্যায়ন হবে বলেও জানা যায়।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে ৭ পর্বের এ সিরিজটি নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম সিনেবাজের ব্যানারে।