করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে আরোপিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বলধী বাজার জামে মসজিদ সংলগ্ন পুকুরে টিকেট ছেড়ে মাছ ধরার প্রতিযোগীতার আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে ।
শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কোকডহড়া ইউনিয়নের বলধিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।
কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে আরোপিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলার কোকডহরা ইউনিয়নের বলধী বাজার জামে মসজিদ সংলগ্ন পুকুরে টিকেট ছেড়ে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে আয়োজকরা পালিয়ে যায়।
তিনি আরও জানান পুকুরের ১৮টি ঘাটে প্রায় শতাধিক ব্যাক্তি মাছ ধরছিলেন যারা প্রায় সবাই কালিহাতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এসময় মাছ ধরা দেখতে আরও বহুলোক স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পুকুরের চারপাশে জমা হয়।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৮ জন ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং আয়োজনটি বন্ধ করে দেয়া হয়। এসময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার লুৎফর রহমান ও কালিহাতী থানার এসআই সাজাউল ইসলাম উপস্থিত ছিলেন।