গাজীপুর

আবাসন প্রকল্পের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, গ্রামবাসীর মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষকের জমি জবর-দখলের প্রতিবাদে বুধবার (৯ মার্চ) দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তিন গ্রামবাসী। এ সময় বিক্ষুব্দ গ্রামবাসী দখলকৃত জমি ফেরত ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও মানববন্ধন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বহেড়াতলী এলাকায় স্বর্ণপূরী ভিবিপিএল এর আবাসন প্রকল্পের বিরুদ্ধে জোরপূর্বক স্থানীয় বেশ কিছু কৃষক ও মৎস্য খামারীদের জমি জবর-দখলের অভিযোগ উঠেছে। এসব কৃষক ও খামারীদের বিভিন্ন ভাবে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীও করা হচ্ছে।

এছাড়াও সরকারী রাস্তা দখল করে দুটি ঘর নিমার্ণের অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাছবাড়ি, বহেড়াতলী ও পাবুড়িয়াচালা এলাকার শতাধিক কৃষক ও মৎস্য খামারী।

মানববন্ধনে আবেগে আপ্লুত হয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় বিক্ষুব্দ গ্রামবাসী কৃষক ও মৎস্য খামারীদের দখলকৃত জমি ফেরত ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল গফুর মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ খান, ডাক্তার হাসমত আলী, সাবেক মেম্বার আছালত খান, শাহিনসহ আরো অনেকে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker