বৃহস্পতিবার ৮ জুলাই উপজেলার তেলিপাড়া (আঙ্গত) নামক গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির ও ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এর নেতৃত্বে ওই এলাকার রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৯শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা মো.ওবায়দুল ইসলাম মন্ডল (৫০), ও তার ছেলে মো. সাইয়ুম হোসেন (২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত
ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধ ভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।