গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লি বিদুৎ ভাঙ্গা মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ির ১০ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত ভাঙ্গা মসজিদ এলাকায় সামসুল হকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, হটাৎ দুপুরে ঐ বাড়ির পুরাতন ইলেকট্রিক ওয়ারিং থেকে হটাৎ বিকট শব্দে বিস্ফোরিত আগুন ধরে যায়। পরে মূহুর্তে আসে পাশের কক্ষে ছরিয়ে পরলে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টায় বিফল হলে, ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভিতরের একটি কক্ষ থেকে দুইটা বাচ্চা শিশুকে স্থানীয়রা উদ্ধার করে। এই বাড়ির অধিকাংশ ভাড়াটিয়া স্থানীয় কলকারখানায় চাকুরী করায় এই সময় সমস্ত রুম বন্ধ থাকায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় অগ্নিকান্ডে পুরে গেছে আসবাবপত্রসহ মুল্যমান জিনিসপত্র।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্র পাত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ২টি ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।