দীপিকা পাড়ুকোন ও কৃতি শ্যানন—দুই বলিউড অভিনেত্রীর সঙ্গে নতুন দুই ছবি করছেন দক্ষিণ ভারতের তারকা প্রভাস, এ খবর পুরনো। তবে ছবি দুটি কবে আসছে, তা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের।
নতুন খবর, ২০২৩ সাল শুরুই হতে যাচ্ছে প্রভাস-কৃতির ছবি ‘আদিপুরুষ’ দিয়ে। গতকাল ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির নতুন তারিখ।

কভিডের কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে ছবিটি আসছে সামনের বছরের ১২ জানুয়ারি। ওম রাউত পরিচালিত ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান।
তাঁদের দেখা যাবে যথাক্রমে রাম, সীতা ও রাবণের চরিত্রে। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন সাইফ। ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়।

এর আগে ২০২২ সালে ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগেই ঘোষণা করা হয়, আমির খানের বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ১১ আগস্ট।
মনে করা হচ্ছে, আমিরের ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেও পেছানো হয়েছে ‘আদিপুরুষ’। বারবার ছবির তারিখ পেছানোয় অনেক ভক্ত কিছুটা উষ্মা প্রকাশ করেছে।
তবে ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্র জানিয়েছে, কভিডের কারণে তৈরি হওয়া নানা জটিলতার কারণে ছবিটির মুক্তির তারিখ না পিছিয়ে উপায় ছিল না।