টাঙ্গাইলে একটি কাভার্ডভ্যান থেকে ৭৬ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রসুলপুর মেসার্স সবুর অ্যান্ড কোং এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, পিরোজপুরে নাজিরপুর উপজেলার ঝুগিয়া গ্রামের মজিবর মোল্লার ছেলে সেলিম (৩৩), বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের মৃত আ: গনি হাওলাদারের ছেলে হাসান হাওলাদার(৩৪), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকরাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সিদ্দিক আলী(৪৭)।
র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ‘গোপন সংবাদেও ভিত্তিতে র্যাবের একটি চৌকষ দল মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রসুলপুর মেসার্স সবুর অ্যান্ড কোং এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন। একটি কাভার্ডভ্যান আটক করা হয়। এসময় কাভার্ডভ্যান থেকে ৭৬ কেজি গাঁজা, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড, নগদ ৯ হাজার ৯৬৫ টাকাসহ ওই তিন ব্যবসায়ীকে গ্রেফফতার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।’