প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগে সমালোচনা দূর করতে এবারেই প্রথম বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের পরামর্শে আইন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনার গঠনের ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া তালিকা থেকে সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালকে বেছে নেওয়া হয়েছে। তিনি আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারির পর শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের প্রতিক্রিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় ভালো কাজ করেছে। এখন সব বিরোধীদলকে বলব সিইসিকে মেনে নিতে অনুরোধ জানাচ্ছি। তিনি (নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল) খারাপ করবেন না।