কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইব্রাহীম এর নেতৃত্বে কটিয়াদী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। দিনব্যাপী এই অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে সর্বমোট ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কটিয়াদী বাসস্ট্যান্ড বাজারে মিষ্টির দোকান ও হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানগুলোতে ভোক্তাদের অধিকার যথাযথভাবে রক্ষা করা হয় না পরিলক্কিত হয়। দুই কেজি ওজনের মিষ্টির খালি প্যাকেটের ওজন পাওয়া যায় ৩০৮ গ্রাম পর্যন্ত। কোনো কোনো দোকানে মিষ্টির এক কেজি ওজনের খালি প্যাকেটের ওজন পাওয়া যায় ২২০ গ্রাম পর্যন্ত। ভোক্তাদের অধিকার লংঘন হওয়ায় এ সময় জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা, রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার কে ২০ হাজার টাকা, শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডার কে ২০ হাজার টাকা এবং মেলা হোটেল কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত কটিয়াদী বাজার এলাকায় মাংসের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্য তালিকা না থাকায় আল আমীন মাংসের দোকানকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণের দায়ে খোকন মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার নামক আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান কে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করার কারণে বণিক ক্রোকারিজ কে ১ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কটিয়াদী পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ দিদারুল আলম রাসেল। এছাড়াও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন কটিয়াদী মডেল থানা পুলিশের একটি টিম।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম ‘সংবাদ সংকেত’ কে জানান, আমাদের এই অভিযান জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য। জনগন যাতে পণ্য ক্রয়ে কোনো রকম প্রতারণার স্বীকার না হতে হয় সেজন্য এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.